Site icon Jamuna Television

চট্টগ্রামে চার নারী ধর্ষণ মামলায় আসামির জবানবন্দি

চট্টগ্রামের কর্ণফুলী এলাকায় এক বাড়ির চার নারী ধর্ষণ মামলায় গ্রেফতার মিজান মাতব্বর আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় মহানগর হাকিম আল ইমরানের আদালতে ১৬৪ ধারায় তার জবানবন্দি রেকর্ড করা হয়।

এর আগে মঙ্গলবার দুপুরে মিজানকে গ্রেফতারের কথা জানায় তদন্তকারী সংস্থা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন-পিবিআই। সদর দফতরের আদেশের পর আজই কর্ণফুলী পুলিশের কাছ থেকে মামলার তদন্তভার বুঝে নেয় পিবিআই। এ নিয়ে এই মামলায় গ্রেফতার হলো ৪ জন। ঘটনার পর মামলা না নিয়ে ধর্ষিত নারীর পরিবারকে হয়রানি, ধর্ষকদের রক্ষার চেষ্টা, গ্রেফতার না করাসহ অনেক অভিযোগ ওঠে কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সৈয়দুল মোস্তফার বিরুদ্ধে। গত ১২ ডিসেম্বর কর্ণফুলী উপজেলার শাহমীরপুরে এক বাড়িতে ডাকাতির সময় ৪ নারীকে ধর্ষণের ঘটনা ঘটে।

যমুনা অনলাইন/এইচকেএফ

Exit mobile version