Site icon Jamuna Television

বিজিবি ও এমপিএফ’র মধ্যে সীমান্ত সম্মেলন শুরু

অনুপ্রবেশ বন্ধ ও মাদক প্রতিরোধসহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ এজেন্ডা নিয়ে শুরু হয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি ও মিয়ানমার পুলিশ ফোর্স-এমপিএফ’র মধ্যে পাঁচ দিনের সীমান্ত সম্মেলন। সকালে পিলখানায় বিজিবি সদরদপ্তরে এই সম্মেলন শুরু হয়েছে।

১৪ সদস্যের বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্বে দিচ্ছেন বিজিবি প্রধান মেজর জেনারেল সাফিনুল ইসলাম। অপরদিকে, এমপিএফ প্রধান ব্রিগেডিয়ার জেনারেল মায়ো থানের নেতৃত্বে ৮ সদস্যের প্রতিনিধি দল সম্মেলনে অংশ নিয়েছে। বাংলাদেশ- মিয়ানমার সীমান্তে মাদক চোরাচালান বন্ধ, মিয়ানমারের নাগরিকদের অনুপ্রবেশ বন্ধ করাসহ বেশকিছু গুরুত্বপূর্ণ ইস্যু রয়েছে সীমান্তে সম্মেলনের আলোচ্য সূচিতে। আগামী ৮ জানুয়ারি যৌথ দলিল সাক্ষরের মধ্য দিয়ে শেষ হবে সীমান্ত সম্মেলন।

Exit mobile version