Site icon Jamuna Television

ভারতের জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ে মুখোশধারীদের হামলায় অন্তত ৪০ জন আহত

ভারতের জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে মুখোশধারীদের হামলায় শিক্ষক-শিক্ষার্থীসহ অন্তত ৪০ জন আহত হয়েছেন। রোববার সন্ধ্যার এ ঘটনায় দল-মত নির্বিশেষে সব রাজনীতিক জানিয়েছেন কঠোর নিন্দা।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে ভারতীয় গণমাধ্যম বলছে, আনুমাণিক ৭টায় সবরমতি এবং পেরিয়ার হোস্টেলে ছোট-ছোট দলে ৫০ থেকে ৭০ জন প্রবেশ করে। লাঠি-রড-হাতুড়ি দিয়ে এলোপাতাড়ি মারতে শুরু করে শিক্ষার্থীদের। আহতদের মধ্যে রয়েছেন ১২ শিক্ষক। ভুক্তভোগী শিক্ষার্থীদের সবাই বামপন্থি ছাত্রজোটের।

হামলায় গুরুতর আহত হন বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের প্রেসিডেন্ট ঐশী ঘোষ। তাদের অভিযোগ, বিজেপির ছাত্র সংগঠন অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ (এবিভিপি) ভারত হামলার সাথে জড়িত। ঘটনার পর পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে নিলেও, রাত থেকে ক্যাম্পাসে চলছে বিক্ষোভ-সমাবেশ।

এরইমাঝে, পুলিশকে দ্রুত তদন্ত রিপোর্ট প্রকাশের নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।
এঘটনায় টুইটারে নিন্দায় মুখর সব রাজনৈতিক দলের নেতাকর্মী।

Exit mobile version