Site icon Jamuna Television

শাবানা এখন ঢাকায়

দীর্ঘদিন পর আমেরিকা থেকে আবারও ঢাকা ফিরেছেন এক সময়ের জনপ্রিয় অভিনেত্রী শাবানা। গত বছরের ২৭ ডিসেম্বর তিনি স্বামী চিত্রপ্রযোজক ওয়াহিদ সাদিককে নিয়ে দেশে ফিরেছেন। থাকবেন আরও প্রায় সপ্তাহখানেকের বেশি। এমন তথ্য জানিয়েছেন শাবানার ঘনিষ্ঠজন। দীর্ঘদিন ধরে স্বামী-সন্তান নিয়ে আমেরিকার নিউজার্সিতে স্থায়ীভাবে বসবাস করছেন এ অভিনেত্রী। দুই বছর পরপর তিনি দেশে ফেরেন। এবার এসেছেন পারিবারিক কিছু কাজ সারতে। তবে সিনেমাবিষয়ক কোনো অনুষ্ঠানে তাকে দেখা না যাওয়ার সম্ভাবনার কথাও জানিয়েছেন সেই ঘনিষ্ঠজন। এর আগে ২০১৭ সালে যখন দেশে এসেছিলেন তখন তার স্বামীর গ্রামের এলাকায় জনসংযোগও করেছেন। গুঞ্জন আছে, এর উদ্দেশ্য ছিল ২০১৮ সালে অনুষ্ঠিত জাতীয় নির্বাচনে আওয়ামী লীগের ব্যানার থেকে স্বামীর জন্য মনোনয়ন নেয়া। যদিও এ বিষয়ে তখন কোন কথা বলেননি এ অভিনেত্রী। প্রসঙ্গত, ক্যারিয়ারের জনপ্রিয়তা থাকা অবস্থায় ১৯৯৯ সালে সিনেমা থেকে বিদায় নেন শাবানা। একই সময় সপরিবারে আমেরিকা উড়াল দেন।

Exit mobile version