Site icon Jamuna Television

বগুড়ায় যাত্রীবাহী বাস খাদে পড়ে ৪ জন নিহত

বগুড়ার শিবগঞ্জের মোকামতলায় যাত্রীবাহী বাস খাদে পড়ে নিহত হয়েছে ৪ জন। আহত অন্তত ১১ জন।

বুধবার সকাল ৭টায় বগুড়া-রংপুর মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায়, চট্টগ্রাম থেকে কুড়িগ্রামে যাচ্ছিল সাদ্দাম এন্টারপ্রাইজের একটি বাস। বাসটি বিহারপুর দিয়ে যাওয়ার পথে জব্বার আলী নামের এক পথচারীকে বাঁচাতে গিয়ে চালক নিয়ন্ত্রণ হারিয় খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই বাসের দুই যাত্রী নিহত হন। মারা যান পথচারী জোব্বারও। আহত হন অন্তত ১২ যাত্রী।হাসপাতালে মারা যান আরো এক যাত্রী। তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় জানা যায়নি।

যমুনা অনলাইন/এইচকেএফ

Exit mobile version