Site icon Jamuna Television

ঢাবি শিক্ষার্থী ধর্ষণের ঘটনাস্থল শনাক্ত ও আলামত সংগ্রহ করেছে আইনশৃঙ্খলা বাহিনী

রাজধানীর কুর্মিটোলায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ধর্ষণের ঘটনাস্থল শনাক্ত করে সেটি পরিদর্শন করেছে আইনশৃঙ্খলা বাহিনীর দুটি দল।

সোমবার দুপুরে ঘটনাস্থলে যায় র‍্যাব ও গোয়েন্দা পুলিশের দুটি দল। কুর্মিটোলা গলফ ক্লাবের সামনের জঙ্গলে এই ঘটনা ঘটে। প্রাথমিকভাবে ঘটনাস্থল শনাক্ত করেছেন আইনশৃঙ্খলা বাহিনী। ঘটনাস্থল থেকে ভুক্তভোগী ও আসামির ব্যবহার করা জিনিসপত্রসহ বেশ কিছু আলামত সংগ্রহ করেছেন তারা।

আইনশৃঙ্খলা বাহিনী জানায়, তদন্ত শেষে ঘটনার বিস্তারিত জানানো সম্ভব হবে।

রোববার ধর্ষণের শিকার ওই শিক্ষার্থী ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাসে করে রাজধানীর শ্যাওড়া এলাকায় বান্ধবীর বাড়িতে যাচ্ছিলেন। ভুলে কুর্মিটোলা বাসস্ট্যান্ডে নেমে পড়লে অন্ধকারে এক অপরাধী পেছন থেকে মুখ চেপে ধরে রাস্তার পাশে নিয়ে তাকে অচেতন করে ধর্ষণ করে। জ্ঞান ফিরে পেয়ে তিনি সিএনজি চালিত অটোরিক্সা যোগে এক বান্ধবীর বাসায় যান। সেখান থেকে সহপাঠিরা তাকে ক্যাম্পাসে নিয়ে যায়। তিনি এখন ঢাকা মেডিকেল কলেজে চিকিৎসাধীন।

Exit mobile version