Site icon Jamuna Television

ট্রলার ডুবিতে স্কুলছাত্রী নিখোঁজ

গাজীপুরের সিংহশ্রী বানার নদীতে বালুবাহী ট্রলারের ধাক্কায় যাত্রীবাহী ট্রলার ডুবির ১৬ ঘণ্টা চলে গেলেও নিখোঁজ স্কুলছাত্রী ও ট্রলার উদ্ধার করতে পারেনি ফায়ার সার্ভিসের ডুবরিদল। এ ঘটনায় আরো তিনজনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

রোববার সন্ধ্যা ৭টার দিকে গাজীপুর ময়মনসিংহের সীমান্তবর্তী নয়ানগর সিংহশ্রী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এর আগে গতকাল রাতে আলো সল্পতার কারণে উদ্ধার কর্মীরা কাজ করতে পারেনি। তবে আজ সকাল ১০ টার পর থেকে টঙ্গী ফায়ার সার্ভিস ও কাপাসিয়া থানা পুলিশ উদ্ধার কাজ চালিয়ে চাচ্ছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, প্রায় ২১ জন যাত্রী নিয়ে কাপাসিয়া টোক থেকে ময়মনসিংহের গফরগাঁও উপজেলার নিগুয়ারী যাচ্ছিল যাত্রীবাহী ট্রলারটি। নয়ানগর এলাকায় পৌঁছলে
বিপরীত দিকে থেকে আসা একটি বালুবাহী ট্রলারের সঙ্গে সংঘর্ষ হয়। এতে মুহূর্তেই
ট্রলারটি ডুবে যায়। ট্রলারে থাকা সবাই সাঁতরে পাড়ে উঠলেও খোঁজ পাওয়া যায়নি তিথি রানী ধর নামে এক শিক্ষার্থীর। তিনি নিগুয়ারীর মৃত মতিচন্দ্র ধরের মেয়ে ও নিগুয়ারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্রী।

Exit mobile version