Site icon Jamuna Television

লিবিয়ার পথে রওয়ানা দিয়েছে তুর্কি সেনারা

লিবিয়ার পথে রওয়ানা দিয়েছে তুর্কি সেনারা। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান নিশ্চিত করেছেন এ তথ্য।

এরদোগান বলেন, লিবিয়ায় জাতিসংঘ সমর্থিত ন্যাশনাল অ্যাকর্ড সরকারকে সামরিক সহায়তা দিতে এ পদক্ষেপ। ত্রিপোলিতে স্থিতিশীলতা ফিরিয়ে আনাই লক্ষ্য বলেও জানান।

অন্যদিকে দেশটিতে তুর্কি সেনা মোতায়েনের বিরুদ্ধে হুঁশিয়ারি জানিয়েছে ইসরায়েল, গ্রিস ও সাইপ্রাস। তাদের দাবি, তুরস্কের এমন পদক্ষেপ নষ্ট করবে আঞ্চলিক স্থিতিশীলতা।

সোমবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদে অনুষ্ঠিত হবে লিবিয়া পরিস্থিতি নিয়ে বিশেষ বৈঠক। গত সপ্তাহে তুর্কি পার্লামেন্টে পাস হয় লিবিয়ায় সেনা মোতায়েন সংক্রান্ত বিল।

প্রেসিডেন্ট এরদোয়ানের দাবি, ত্রিপোলির পক্ষ থেকেই চাওয়া হয়েছে সামরিক সহায়তা। তবে কত সংখ্যক সেনা মোতায়েন করা হবে সে বিষয়ে বিস্তারিত জানাননি।

এরদোগান বলেন, একজন তুর্কি লেফটেন্যান্টের নেতৃত্বে অপারেশন সেন্টার তৈরি হবে লিবিয়ায়। সেখান থেকেই দেশটির পরিস্থিতি পর্যবেক্ষণ ও সরকারের সাথে সমন্বয় করবে আমাদের সেনারা। লড়াইয়ের উদ্দেশ্যে নয়, বরং বৈধ সরকারকে সহায়তা ও মানবিক বিপর্যয় ঠেকানোই লক্ষ্য।

Exit mobile version