Site icon Jamuna Television

নিরবে নিঃশব্দে ভোট চুরির নতুন প্রক্রিয়ার নাম ইভিএম: আমীর খসরু মাহমুদ চৌধুরী

ঢাকা সিটি নির্বাচনে নিরবে নিঃশব্দে ভোট চুরির নতুন প্রক্রিয়ার নাম ইভিএম। এমন মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। বিকালে নির্বাচন কমিশনের সাক্ষাৎ শেষে তিনি এমন্তব্য করেন।

এর আগে, আমীর খসরুর নেতৃত্ব ৬ সদস্যের প্রতিনিধি দল নির্বাচন কমিশনে যায়। এসময়, ঢাকার দুই সিটির বিএনপির দুই মেয়র প্রার্থীও উপস্থিত ছিলেন। প্রায় দু’ঘণ্টাব্যাপী বৈঠক শেষে সাংবাদিকদের সাথে কথা বলেন আমীর খসরু মাহমুদ চৌধুরী।

তিনি বলেন, নির্বাচন ঘিরে বিএনপির প্রার্থীদের ভয়ভীতি দেখানে হচ্ছে।

এদিকে, ব্যালট ছিনতাইসহ নানা অনিয়ম দূর করতে ইসি ইভিএম ব্যবহারে অটুট থাকবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার।

Exit mobile version