Site icon Jamuna Television

পটুয়াখালীতে দুই মেয়‌রকে দুই লাখ টাকা জ‌রিমানা

পটুয়াখালী প্র‌তি‌নি‌ধি
পটুয়াখালীতে ইটভাটায় অ‌বৈধভা‌বে নদীর তী‌রের মা‌টি কে‌টে ব্যবহার করার অ‌ভি‌যো‌গে দুই মেয়‌রকে দুই লাখ টাকা জ‌রিমানা ক‌রে‌ছে ভ্রাম্যমাণ আদালত।

সোমবার বিকা‌লে কলাপাড়া উপ‌জেলার ম‌হিপুর থানার মাইটভাঙ্গা এলাকার ‘‌বিএইচবিএম’ ইটভাটায় এ্যা‌সিল্যান্ড অনুপ দাস অ‌ভিযান চা‌লি‌য়ে এই জ‌রিমানা আদায় ক‌রেন।

উপ‌জেলা নির্বা‌হি অ‌ফিসার মু‌নিবুর রহমান জানান, বি‌ভিন্ন মি‌ডিয়ায় শিববা‌ড়িয়া নদীর তীরের মা‌টি কে‌টে ইটভাটায় ব্যবহার করার ঘটনা প্রকাশ পাওয়ায় বিষয়‌টি তা‌দের নজ‌রে আ‌সে। এরপর বেশক‌য়েকবার ঘটনাস্থ‌লে গে‌লেও তা‌দের পাওয়া যায়‌নি। আজ দুপু‌রে গোপন সংবা‌দের ভি‌ত্তি‌তে সেখা‌নে মা‌টি কাটার খবর পাওয়া গে‌লে এসিল্যান্ড‌কে ব্যবস্থা গ্রহ‌ণের জন্য সেখা‌নে পাঠা‌নো হয়। প‌রে এসিল্যান্ড ঘটনাস্থ‌লে গি‌য়ে নদীর তীর থে‌কে মা‌টি কে‌টে ইটভাটায় নেয়ার অভি‌যো‌গে ইটভাটার মা‌লিকদ্বয়কে ২ লাখ টাকা জ‌রিমানা আদায় করা হয়। বিএইচবিএম ইটভাটার মা‌লিক যথাক্র‌মে কলাপাড়া পৌরসভার মেয়র বিপুল হাওলাদার ও কুয়াকাটা পৌরসভার মেয়র বা‌রেক মোল্লা। তা‌দের দুইজ‌নের না‌মের সা‌থে মিল রে‌খেই ইটভাটার নাম রাখা হ‌য়ে‌ছে।

Exit mobile version