Site icon Jamuna Television

ইন্দোনেশিয়ায় বন্যায় ৭০ জনের প্রাণহানি

ইন্দোনেশিয়ার বন্যায় প্রাণহানির সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে কমপক্ষে ৭০ জনে। আশ্রয় কেন্দ্রগুলোয় ঠাই নিয়েছেন ১০ হাজারের বেশি মানুষ।

মঙ্গলবার জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয়, রাজধানী জাকার্তায় এখন পর্যন্ত ৯ জনের মৃত্যু হয়েছে।

আশেপাশের এলাকায় প্রাণ হারিয়েছেন বাকিরা। গত সপ্তাহ থেকে ভারী বৃষ্টিপাতের কারণে নিমজ্জিত রাজধানী ও প্রতিবেশী ১৬৯টি এলাকা।

মঙ্গলবারও রেকর্ড করা হয় ৩৭৭ মিলিমিটার বৃষ্টি। কিছু এলাকায় দোতলা বাড়ি পর্যন্ত উঠে এসেছে বন্যার পানি।

স্বাভাবিকের তুলনায় বেড়েছে নদীর পানির উচ্চতাও। ইন্দোনেশিয়ায় সাধারণত অক্টোবর বা এপ্রিল বৃষ্টিপাতের মৌসুম। কিন্তু, শীতকালীন প্রাকৃতিক দুর্যোগে কয়েকগুণ বেড়েছে ভোগান্তি।

Exit mobile version