Site icon Jamuna Television

আবার তীব্র শীত, তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা ৬ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস

সারাদেশে আবারও জেঁকে বসেছে শীত। আবহাওয়া অধিপ্তরের হিসেবে দেশের উত্তর এবং মধ্যাঞ্চলের ওপর দিয়ে বয়ে যাচ্ছে মৃদু শৈত্যপ্রবাহ।

আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬.৩ ডিগ্রি সেলসিয়াস।

উত্তর আর দক্ষিণ-পশ্চিমের বেশিরভাগ জেলায় সকালে থাকছে ঘন কুয়াশায় মোড়ানো। নদী তীরবর্তী অঞ্চলগুলোর পরিস্থিতিও একই রকম। ঘন কুয়াশায় সড়কে যানচলাচল ব্যাহত হচ্ছে।

বিঘ্ন ঘটছে ফেরী পারাপারেও। সাথে হিমেল হাওয়া বয়ে যাওয়ায় কষ্ট বেড়েছে ছিন্নমূল মানুষের। হাসপাতালগুলোতে আবারও কিছুটা বেড়েছে শীতজনিত রোগে আক্রান্তদের সংখ্যা।

Exit mobile version