Site icon Jamuna Television

বিয়ের অনুষ্ঠানে নেচে অতিথিদের মন জয় করলেন ক্যাটরিনা

ভালো নাচিয়ে হিসেবে খ্যাতি আছে বলিউড সেনসেশন ক্যাটরিনা কাইফের। হাই প্রোফাইল অনুষ্ঠান ছাড়াও পুরস্কার বিতরণী, টুর্নামেন্টের উদ্বোধনসহ যেকোনো অনুষ্ঠানেই নাচতে দেখা গেছে ক্যাটরিনাকে। এবার বিয়ের অনুষ্ঠানে নেচে মাত করেছেন এই সুপারস্টার।

সম্প্রতি ভারতের গোয়া রাজ্যে গিয়েছিলেন ক্যাটরিনা। ঘনিষ্ঠ বান্ধবীর বিয়েতে গিয়ে মাস্তি করেছেন। অন্য অতিথিদের সঙ্গে নেচেগেয়ে সবার মন জয় করেছেন।

এমব্রয়ডারি করা আকাশি রঙের লেহেঙ্গা পরিহিত ‘ক্যাট’কে দেখতে যেমন স্নিগ্ধ লাগছিলো তেমনি তার তার অনন্য পোশাকও নজর কেড়েছে অতিথিদের। আফগান জিলাবির তালে তালে মঞ্চ দাপিয়ে করে বন্ধুর বিয়েটাকে স্মরণীয় করে তোলেন ক্যাটরিনা।

ক্যাটরিনার সেই নাচের ক্লিপ আলোড়ন তুলেছে সামাজিক যোগাযোগ মাধ্যমেও।

Exit mobile version