শিক্ষার্থী ধর্ষণের প্রতিবাদে আজও নানা কর্মসূচিতে মুখর ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস।
মঙ্গলবার সকালে রাজু ভাস্কর্যের নিচে মুখে কালো কাপড় বেধে মৌন মিছিল ও মানববন্ধন করেছে বাংলা বিভাগের শিক্ষার্থীরা। এছাড়া একই স্থানে প্রতিবাদী আল্পনা অঙ্গন কর্মসূচি পালন করছে ছাত্রলীগ।
এদিকে, সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মো. আখতারুজ্জামানের মাধ্যমে স্বরাষ্ট্র মন্ত্রণালয় বরাবর স্মারকলিপি দিয়েছে জাতীয়তাবাদী ছাত্রদল। ছাত্রদল সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামল স্বাক্ষরিত স্মারকলিপিতে উল্লেখ করা হয়েছে, বিচারহীনতার সংস্কৃতি থেকেই এই ধরণের ধর্ষণের ঘটনা ঘটেছে। এই ঘটনার সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করা হয়েছে স্মারকলিপিতে।
এছাড়া ধর্ষকদের বিচার দাবিতে রোববার রাত থেকেই রাজু ভাস্কর্যের সামনে আমরণ অনশন করছে চার শিক্ষার্থী।
ভুক্তভোগী ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী রোববার রাতে রাজধানীর কুর্মিটোলায় বিশ্ববিদ্যালয়ের বাস থেকে নামার পর অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি তাকে পেছন থেকে আক্রমণ করে। এ সময় তাকে মারধরও করা হয়। এক পর্যায়ে তিনি অচেতন হয়ে পড়েন। অচেতন অবস্থায় তাকে ধর্ষণ করা হয়। রাত ১০টার দিকে জ্ঞান ফেরার পর তিনি সিএনজিচালিত অটোরিকশা নিয়ে এক বান্ধবীর বাসায় যান। এরপর সহপাঠীরা তাকে ক্যাম্পাসে নিয়ে আসেন। সেখান থেকে তাকে হাসপাতালে নেওয়া হয়।

