Site icon Jamuna Television

ভুক্তভোগী ঢাবি শিক্ষার্থীর শারীরিক অবস্থার উন্নতি

ধর্ষণের শিকার ঢাকা বিশ্ববিদ্যালয় শারীরিক অবস্থা উন্নতির দিকে যাচ্ছে বলে জানালেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রি. জেনারেল এ কে এম নাসির উদ্দিন।

মঙ্গলবার সকালে ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন ঢাবি শিক্ষার্থীর শারিরিক অবস্থার কথা জানিয়ে হাসপাতাল পরিচালক বলেন, শিক্ষার্থীকে দু-একদিনের মধ্যে ছেড়ে দেয়া হতে পারে।

এদিকে, ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন নিপীড়িত শিক্ষার্থীকে দেখতে এসে মানবাধিকার কমিশনের চেয়ারম্যান নাসিমা বেগম বলেন, এ ধরনের ঘটনা মানবাধিকারের স্পষ্ট লঙ্ঘন। কমিশন এই ঘটনার সর্বোচ্চ শাস্তি দাবি করছে। একই সঙ্গে ভিকটিমের তথ্যমতে স্কেচ এঁকে এবং ডিএনএ পরীক্ষার মাধ্যমে অপরাধীকে দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান তিনি।

Exit mobile version