Site icon Jamuna Television

জীবনযাত্রার ব্যয় বেড়েছে সাড়ে ৬ শতাংশ

বিদায়ী বছরে জীবনযাত্রার ব্যয় বেড়েছে সাড়ে ৬ শতাংশ। রাজধানী থেকে সংগৃহীত বাজার দর ও বিভিন্ন সেবা মূল্যের তথ্য পর্যালোচনা করে, এই তথ্য জানিয়েছেন,কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) সভাপতি গোলাম রহমান।

সকালে, ক্রেতা-ভোক্তাদের এই সংগঠন ‘জীবনযাত্রার ব্যয়’ বিষয়ে একটি প্রতিবেদন প্রকাশ করে। ক্যাব বলছে, পণ্য ও সেবা খাতে মূল্য বেড়েছে ৬ শতাংশের বেশি। তবে এই হিসাবে, শিক্ষা, চিকিৎসা ও প্রকৃত যাতায়াত ব্যয় স্থান পায়নি। নিম্নবিত্তের বাড়ি ভাড়া সবচেয়ে বেশি বেড়েছে বলে মনে করে ক্যাব।

প্রতিবেদনে বলা হয়, বিদায়ী বছরে সর্বাধিক আলোচিত পণ্যের নাম-পেঁয়াজ। বছরের প্রথম দিকে প্রতি কেজির দাম ছিলো ২০ থেকে ২৫ টাকা। আর নভেম্বরে এসে, তা আড়াইশ টাকা ছাড়িয়ে যায়। এলাচি, রসুন ও আদার দামও বেড়েছে।

গেল বছরে শাক-সবজির দর বাড়ে আট শতাংশের বেশি। সবচেয়ে বেশি বাড়ে পটলের দাম। তালিকায় এর পরে যুক্ত হয়েছে ঢেড়স ও ঝিঙ্গার নাম। ৫০০ গ্রামের ইলিশ মাছের দাম বেড়েছে ১৮ শতাংশ। তবে বড় ধরণের সিলভার কার্পের দাম বেড়েছে ১৪ শতাংশের বেশি।

কৃষক পর্যায়ে ধানের নায্যমূল্য নিশ্চিত করার তাগিদ দিয়েছে, ক্যাব।

Exit mobile version