Site icon Jamuna Television

মার্কিন সামরিক বাহিনী ও পেন্টাগনকে ‘সন্ত্রাসী’ ঘোষণা ইরানের

মার্কিন সামরিক বাহিনী ও প্রতিরক্ষা সদর দপ্তর পেন্টাগনকে ‘সন্ত্রাসী সংগঠন’ আখ্যা দিয়ে আইন পাস করেছে ইরানের পার্লামেন্ট। ফলে, ইরানি কমান্ডার কাসেম সোলাইমানি হত্যাকে কেন্দ্র করে দু’দেশের মধ্যকার উত্তেজনার পারদ আরও উপরে উঠলো। রুশ গণমাধ্যম আরটি জানিয়েছে, শুধু পেন্টাগন নয়, এর সাথে সম্পর্কিত প্রত্যেকটি ব্যক্তি, সংগঠন, প্রতিষ্ঠানকে ‘সন্ত্রাসী’ আখ্যা দিয়েছে ইরান।

ইরানের রাষ্ট্রীয় প্রেসটিভি জানিয়েছে, মঙ্গলবার এই প্রস্তাবটি ইরানি পার্লামেন্টে পাস করা হয়েছে। শুক্রবার সকালে বাগদাদ আন্তর্জাতিক বিমানবন্দরে মার্কিন ড্রোন হামলায় ইরানি শীর্ষ জেনারেল কাসেম সোলাইমানি নিহত হওয়ার প্রেক্ষিত এমন সিদ্ধান্তে এসেছেন ইরানের এমপিরা।

এর আগে, সোলাইমানি হত্যাকাণ্ডকে ‘রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় সন্ত্রাসবাদ’ বলে আখ্যায়িত করেছে ইরানি পার্লামেন্টের প্রিসাইডিং বোর্ড।

এর আগে গত বছর মার্কিন সামরিক বাহিনীর কেন্দ্রীয় কমান্ডকে ‘সন্ত্রাসী’ ঘোষণা করেছিল ইরান। এছাড়া মার্কিন সরকারকে সন্ত্রাসের পৃষ্ঠপোষক হিসেবে আখ্যায়িত করা হয়েছিল। ইরানের বিপ্লবী গার্ডসকে যুক্তরাষ্ট্র কালো তালিকাভুক্ত করলে জবাবে ইরান এমন পদক্ষেপ নিয়েছিল।

মঙ্গলবারের এই প্রস্তাবে পার্লামেন্টের প্রিসাইডিং বোর্ড ও বাজেট সমন্বয় কমিশনসহ অন্তত ২০০ এমপি সই করেছেন।

Exit mobile version