Site icon Jamuna Television

পাকিস্তান বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত, নিহত ২ পাইলট

পাকিস্তান বিমান বাহিনীর একটি ‘এফটি৭পি’ প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে দুই পাইলট নিহত হয়েছে। খবর রাশিয়ান সংবাদ সংস্থা স্পুটনিক’র।

জানা যায়, মানওয়ালীর আলম বিমান ঘাটি থেকে প্রশিক্ষণের উদ্দেশ্যে উড্ডয়নের কিছুক্ষণ পরই বিমানটি বিধ্বস্ত হয়। এতে ফ্লাইং অফিসার ইবাদ ও স্কোয়াড্রন লিডার হারিস নিহত হন। এখন পর্যন্ত বিমান বিধ্বস্তের কোন সুনির্দিষ্ট কারণ জানা যায়নি।

এফটি৭পি প্রশিক্ষণ বিমানগুলো এফ-৭পিজি প্রকল্পের আওতায় ১৯৯৯ সালে পাকিস্তান বিমান বাহিনীতে সংযুক্ত করা হয়েছিল। রিপোর্ট অনুযায়ী সংযুক্ত হবার পর এখন পর্যন্ত অন্তত ১৩টি এফ-৭পিজি ও এফটি৭পি বিমান বিধ্বস্ত হয়েছে।

Exit mobile version