Site icon Jamuna Television

বাসা ভাড়া নিতে গিয়ে ধর্ষণচেষ্টার শিকার নারী

সাভারে ধর্ষণ চেষ্টার অভিযোগে রেজাউল করিম নামে একজনকে আটক করেছে র‍্যাব। আটককৃতের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করে সাভার মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

আটককৃত রেজাউল করিম (৪৭) সাভারের ডগরমোড়া এলাকার আব্দুল মান্নানের ছেলে। সে একই এলাকার সিআরপি রোডের হাবিবুর রহমান এর বাড়ির ভাড়াটিয়া।

সিপিসি-২, র‍্যাব-৪ এর কোম্পানি অধিনায়ক মেজর শিবলী মোস্তফা মঙ্গলবার দুপুরে এক প্রেস বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেন।

র‍্যাব জানায়, গতকাল সোমবার (৬ জানুয়ারি) দুপুরে ভুক্তভোগী ঐ নারী সাভারের সিআরপি এলাকায় ভাড়া বাসা খোঁজার জন্য যায়। এক পর্যায়ে অভিযুক্ত রেজাউল করিম তাকে বাসা দেখানোর কথা বলে ঐ এলাকার একটি রুমে নিয়ে যায় এবং জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করে। এসময় ভুক্তভোগী ঐ নারী অভিযুক্ত রেজাউল করিমকে আঘাত করে রুম থেকে পালিয়ে বাহিরে চলে আসে এবং সড়কে টহলরত র‍্যাব-৪ এর গাড়ি দেখতে পায়ে বিষয়টি অবহিত করে। পরে র‍্যাব ঘটনাস্থল থেকে রেজাউল করিমকে আটক করে এবং আজ সকালে মামলা দায়েরের পর সাভার মডেল থানায় হস্তান্তর করে।

Exit mobile version