Site icon Jamuna Television

ঢাকাকে উন্নত নগরী হিসেবে গড়ে তুলতে চান তাপস

অপরিকল্পিত আর দূষণের নগরী হয়ে গেছে ঢাকা। এই ঢাকাকে উন্নত নগরী হিসেবে গড়ে তুলতেই নির্বাচনে অংশ নেয়া বলে জানালেন দক্ষিণ সিটিতে আওয়ামী লীগের মেয়র প্রার্থী শেখ ফজলে নূর তাপস।

আজ মঙ্গলবার বিকেলে মহানগর নাট্যমঞ্চে নির্বাচনী প্রস্তুতি সভায় তিনি জানান, উন্নত ঢাকা গড়তে ৫ ভাগে পরিকল্পনা সাজানো হয়েছে।

তাপস বলেন, বায়ুদূষণ কমিয়ে সৌন্দর্য্য বর্ধন, খেলার মাঠ ও সকলের জন্য হাঁটাচলার ব্যবস্থা করা হবে। পাশাপাশি গণপরিবহনগুলোকে সুষ্ঠু ব্যবস্থাপনায় এনে রাজধানীকে সচল করা হবে। অনুষ্ঠানে যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ বলেন, প্রধানমন্ত্রীর হাত শক্তিশালী করাই তাপসের রাজনীতির লক্ষ্য।

Exit mobile version