Site icon Jamuna Television

ঢাকা’র জনপ্রতিনিধিরা নারীদের নিরাপত্তা নিশ্চিতে ব্যর্থ: তাবিথ আউয়াল

ঢাকা সিটির জনপ্রতিনিধিরা নারীদের নিরাপত্তা নিশ্চিতে ব্যর্থ হয়েছেন বলে অভিযোগ করেছেন উত্তরে বিএনপির মেয়র প্রার্থী তাবিথ আউয়াল।

আজ মঙ্গলবার দুপুরে গুলশানে নিজ নির্বাচনী অফিসে এ কথা বলেন তিনি।

এসময় তাবিথ আরো বলেন, নগরের নিরাপত্তা নিশ্চিতে মেয়ররা পুরোপুরি ব্যর্থ হলেও তারা তা স্বীকার করছেন না। ইসি বিএনপি প্রার্থীদের অভিযোগ আমলে নিচ্ছে না বলেও দাবি করেন তাবিথ।

ভোটে ইভিএম এর ব্যবহার নিয়েও আপত্তি জানান তিনি। বলেন, দেশবাসী জানে নির্বাচনের আগের দিনই ভোট হয়ে যাবে। বিরোধীদের ওপর চালানো হবে হামলা, দেয়া হবে মামলা। তারপরও শুধুমাত্র মানুষের ভোটের অধিকার রক্ষায় বিএনপি নির্বাচন করছে।

Exit mobile version