Site icon Jamuna Television

টসে হেরে ব্যাট করছে রাজশাহী

চলতি বিপিএলের ৩৬তম ম্যাচে প্রথম ম্যাচ খেলছেন ক্রিস গেইল। ক্যারিবীয় এ ব্যাটিং দানবকে নিয়েই মাঠের লড়াইয়ের চট্টগ্রাম চ্যালেঞ্জার্স।

মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে রাজশাহী রয়েলসের বিপক্ষে টস জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেন চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ।

চলতি বিপিএলে দুর্দান্ত খেলছে রাজশাহী ও চট্টগ্রাম। দল দুটি আগেই প্লে অপের খেলা নিশ্চিত করেছে। আগের ১০ খেলায় ১৪ পয়েন্ট নিয়ে শীর্ষে রাজশাহী। সমান ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে দ্বিতীয় পজিশনে চট্টগ্রাম।

আজকের ম্যাচে জিতলে রাজশাহীকে টপকিয়ে আবারও পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে যাবে চট্টগ্রাম।

Exit mobile version