Site icon Jamuna Television

নির্ভয়া গণধর্ষণে জড়িতদের ফাঁসি ২২ জানুয়ারি

ভারতের চাঞ্চল্যকর নির্ভয়া গণধর্ষণ ও হত্যা মামলায় দোষী সাব্যস্ত চারজনের ফাঁসি হবে আগামী ২২ জানুয়ারি। হত্যাকাণ্ডের সাত বছর পর কার্যকর হতে যাচ্ছে তাদের মৃত্যুদণ্ড। মঙ্গলবার তাদের মৃত্যু পরোয়ানা জারি করেন দিল্লি আদালত।

বিহারের তিহার কারাগারে ২২ তারিখ স্থানীয় সময় সকাল ৭টায় এ রায় কার্যকর হবে।

নির্ভয়া মামলা হিসেবে পরিচিত এ ঘটনায় চার অপরাধী হলো- অক্ষয় ঠাকুর সিংহ, মুকেশ সিংহ, পবন গুপ্ত এবং বিনয় শর্মা।

দ্রুত ফাঁসি কার্যকরে তাদের বিরুদ্ধে মৃত্যু পরোয়ানা জারির আবেদন করেছিলেন নির্ভয়ার বাবা-মা। গেল ১৮ ডিসেম্বর যার শুনানি শুরু হয়। মঙ্গলবার শুনানির শেষ দিন সকালে তিহার জেল থেকে ভিডিও কনফারেন্সে অপরাধীদের সাথে কথা বলেন বিচারকরা। এরপর সন্ধ্যা সাড়ে ৫টায় জারি করা হয় মৃত্যু পরোয়ানা।

Exit mobile version