Site icon Jamuna Television

চট্টগ্রামকে ১৬৭ রানের টার্গেট দিল রাজশাহী

বিপিএল এর আজকের ম্যাচে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সকে ১৬৭ রানের টার্গেট দিয়েছে রাজশাহী রয়েলস।

আজ মঙ্গলবার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বিপক্ষে টস হেরে জিতে প্রথমে ব্যাটিং করতে নেমে ১৬৬ রান করে রাজশাহী রয়েলস।

দলীয় ১৬ রানের মাথায় ওপেনার আফিফ হাসানকে হারায় রাজশাহী। পরবর্তীতে লিটন দাসের সাথে ৩৭ রানের জুটি গড়ে সাজঘরে ফেরেন ইরফান শুক্কুর। অন্যদিকে ৪০ বলে ৫টি চার ও ২টি ছয়ের মাধ্যমে ফিফটি তুলে নেন লিটন দাস। কিনতু ব্যক্তিগত ৫৬ রানের মাথায় তিনিও ফিরে যান সাজঘরে।

ব্যাটিংয়ে ঝড় তুলে উইকেটে বেশি সময় স্থায়ী হতে পারেননি অধিনায়ক আন্দ্রে রাসেল। মাত্র ১০ বলে দুই ছক্কা আর এক চারের সাহায্যে ২০ রান করে আউট হন এ ক্যারিবীয়ান। মাত্র ৪ ও ১ রানে ফেরেন রবি বোপারা ও অলক কাপালি। ২৪ বলে ২৮ রান করে আউট হন শোয়েব মালিক। সবশেষে ৮ বলে দুই ছক্কা আর এক চারের ঝড়ো ইনিংস খেলেন ফরহাদ রেজা। তার ব্যাটিং তাণ্ডবে ৮ উইকেটে ১৬৬ রান তুলতে সক্ষম হয় রাজশাহী।

সংক্ষিপ্ত স্কোর: রাজশাহী রয়েলস: ২০ ওভারে ১৬৬/৮ (লিটন দাস ৫৬, শোয়েব মালিক ২৮, ফরহাদ রেজা ২১, আন্দ্রে রাসেল ২০; জিয়াউর রহমান ৩/১৮, রুবেল হোসেন ৩/২০)।

Exit mobile version