Site icon Jamuna Television

ইরাকে ফ্লাইট স্থগিত করলো মিসর

ইরাকে চলমান ঘটনায় নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন মিসর। তারা ইরাকে সাময়িকভাবে ফ্লাইট স্থগিত রেখেছে।

মঙ্গলবার মিসরের বিমান কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানায়, বুধবার থেকে তিনদিনের জন্য সাময়িকভাবে দেশটি থেকে বিমান চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে। বিবৃতিতে দেশটির চলমান অস্থির নিরাপত্তার বিষয়টি উল্লেখ করা হয়েছে।

বিবৃতিতে বলা হয়, বর্তমান নিরাপত্তা ইস্যুতে যাত্রী ও বিমানের সুরক্ষার জন্য শহরটিতে শুক্রবার পর্যন্ত ফ্লাইট চলাচল স্থগিত রাখা হয়েছে।

ইরাকের বাগদাদ বিমানবন্দরে মার্কিন ড্রোণ হামলায় প্রাণ হারান ইরানের আল-কুদস ফোর্সের প্রধান মেজর জেনারেল কাসেম সোলাইমানি ও ইরানের মিলিশিয়া নেতা আবু মাহদি আল মুহান্দিস। এরপর থেকে মধ্যপ্রাচ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে।

Exit mobile version