Site icon Jamuna Television

নেহেরু বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পাশে দিপীকা

ভারতের জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়ে হামলার ঘটনায় শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়েছেন বলিউড অভিনেত্রী দিপীকা পাড়ুকোন। মঙ্গলবার রাতে হামলার প্রতিবাদে শিক্ষার্থীদের কর্মসূচিতে অংশ নেন তিনি।

রোববার রাতে সরকার সমর্থক ছাত্রসংগঠন মুখে কাপড় বেঁধে অন্ধকারে বিশ্ববিদ্যালয়ের হোস্টেলে ঢুকে শিক্ষার্থীদের বেধড়ক পেটায়। এতে বিশ্ববিদ্যালয়টির ছাত্র সংসদের সভানেত্রী ঐশী ঘোষসহ আরও অনেক শিক্ষার্থী আহত হন। এই ঘটনার পর ভারতজুড়ে তোলপাড় শুরু হয়। নিন্দার ঝড় বইতে থাকে। আন্দোলনে নামে শিক্ষার্থীরা। নাগরিকত্ব সংশোধন বিলের বিরুদ্ধে আগে থেকেই আন্দোলন করছিলো জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এর জের ধরেই হামলা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

মঙ্গলবার আন্দোলন কর্মসূচিতে আরো উপস্থিত ছিলেন বলিউড পরিচালক অনুরাগ কাশ্যপ, অনুরাগ বসু, তাপসী পান্নু, দিয়া মির্জাসহ অনেকে। সামাজিক যোগাযোগ মাধ্যমে সরব হন বলিউড ও টলিউডের তারকা।

Exit mobile version