Site icon Jamuna Television

মার্কিন সেনা লক্ষ্য করে ইরাকের সামরিক ঘাঁটিতে ইরানের রকেট হামলা

ইরাকের আনবার প্রদেশে আইন আল-আসাদ সামরিক ঘাঁটিতে ১২টির বেশি রকেট হামলা চালিয়েছে ইরান। এ ঘাঁটি থেকে ইরাকে নানা তৎপরতা চালায় মার্কিন সেনারা। জানিয়েছে সরকারি সূত্র।

এছাড়া ইরবিলেও একটি ঘাঁটিতে হয়েছে হামলা। বুধবার ভোরে চালানো এসব হামলায় হতাহত বা ক্ষয়ক্ষতির খবর এখনও জানা যায়নি। হামলার পরপরই ওয়াশিংটনের উদ্দেশ্যে সতর্কবার্তা দেয় তেহরান। হামলার জবাবে পাল্টা হামলা না চালাতে যুক্তরাষ্ট্র ও মিত্র দেশগুলোকে হুঁশিয়ার করেছে ইরানের রিভল্যুশনারি গার্ড।

মঙ্গলবারই মার্কিন সশস্ত্র বাহিনী আর প্রতিরক্ষা দফতর পেন্টাগনকে ‘সন্ত্রাসী’ আখ্যা দিয়ে বিল পাস করে ইরানি পার্লামেন্ট। এর ফলে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে এবার থেকে নিষেধাজ্ঞামূলক ব্যবস্থাও নিতে পারবে তেহরান। মার্কিন ড্রোন হামলায় ইরানি মেজর জেনারেল কাসেম সোলায়মানির মৃত্যুর পর থেকে নাটকীয় মাত্রা নিয়েছে ইরান-যুক্তরাষ্ট্র দ্বন্দ্ব।

Exit mobile version