Site icon Jamuna Television

আবারও ম্যানচেস্টার ইউনাইটেডকে হারের লজ্জা দিলো ম্যানচেস্টার সিটি

আবারো ডার্বিতে ম্যানচেস্টার ইউনাইটেডকে হারের লজ্জা দিয়েছে ম্যানচেস্টার সিটি। সেমিফাইনালের প্রথম লেগে চিরপ্রতিদ্বন্দ্বী রেড ডেভিলদের ৩-১ গোলে হারিয়েছে সিটিজেনরা।

ওল্ড ট্রাফোর্ডে অনুষ্ঠিত ম্যাচে শুরু থেকে স্বাগতিক ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে দাপুটে ছিলো ম্যানসিটি। ১৭ মিনিটে বার্নাডো সিলভার দুর্দান্ত গোলে প্রথম লিড নেয় সিটি। ৩৩ মিনিটে এই পর্তুগিজের বাড়ানো বলে সিটিজেনদের ব্যবধান দ্বিগুন করেন রিয়াদ মাহারেজ। ৩৯ মিনিটে কেভিন ডি ব্রুইনার শট ম্যানইউ কিপার ডি গেহা রুখে দিলেও ফিরতি বল পায়ে লেগে আত্মঘাতি গোল করে বসেন আন্দ্রেস পেরেইরা। দ্বিতীয়ার্ধে ম্যানইউর পারফরম্যান্সের উন্নতি হয়। ৭০ মিনিটে এক গোল শোধ দেন মার্কোস রাশফোর্ড। কিন্তু আর কোন গোল না হওয়ায় ৩-১ গোলে জয়ে মাঠ ছাড়ে পেপ গার্দিওলার দল।

Exit mobile version