Site icon Jamuna Television

সোলায়মানির শেষ যাত্রায় পদদলনে নিহতের সংখ্যা বেড়ে ৫৬

ইরানে জেনারেল কাশেম সোলায়মানিকে শেষ বিদায় জানাতে গিয়ে, পদদলনে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৬ জনে। আহত হয়েছে দু’শ’র বেশি মানুষ।

তিনদিনের জাতীয় শোক পালন শেষে, মঙ্গলবার নিজ জন্মস্থান কেরমান শহরে দাফন করা হয় ইরানি সমরবিদ সোলায়মানিকে।

এর আগে দিনভর তাকে শ্রদ্ধা জানাতে জড়ো হন লাখ লাখ মানুষ। কেরমানের বাইরে থেকেও আসেন অনেকে। প্রচণ্ড ভিড়ের মধ্যে এক পর্যায়ে পদদলিত হয়ে ঘটনাস্থলেই প্রাণ হারান ৩২ জন।

অনলাইনে প্রকাশিত ভিডিওতে দেখা যায়, হতাহতদের উদ্ধারে চিৎকার করে সাহায্য চাইছেন অন্যান্যরা। ভিড় সামলাতে প্রশাসন হিমশিম খাওয়ায় বিলম্বিত হয় দাফনের আনুষ্ঠানিকতাও।

Exit mobile version