Site icon Jamuna Television

কাভার্ড ভ্যানের ধাক্কায় কলেজছাত্র নিহত

ঝিনাইদহের শৈলকুপায় কাভার্ড ভ্যানের ধাক্কায় কলেজ ছাত্র নিহত হয়েছে। আজ সকাল ১০ টার দিকে খুলনা-কুষ্টিয়া মহাসড়কের বড়দা নতুন ব্রিজে এ দুর্ঘটনা ঘটে। প্রতিবাদে ক্ষুব্ধ জনতা ও শিক্ষার্থীরা খুলনা-কুষ্টিয়া মহাসড়ক অবরোধ করে রাখে।

নিহত ছাত্রের নাম সোহাগ বিশ্বাস(১৮)। সে মিঞা জিন্নাহ আলম ডিগ্রী কলেজের ২য় বর্ষের ছাত্র। সোহাগ রানীনগর গ্রামের ইজিবাইক চালক ইসাহাক বিশ্বাসের ছেলে।

শৈলকুপা থানার সেকেন্ড অফিসার এসআই মাহফুজুর রহমান জানান, নতুন বড়দা ব্রিজ আনুষ্ঠানিক উদ্বোধন করা না হলেও গত রাত থেকে সেতু দিয়ে যানবাহন চলাচল শুরু করে। একটি কাভার্ড ভ্যান কুষ্টিয়া মুখি যাওয়ার সময় মোটর সাইকেলে রাস্তা পার হতে গিয়ে দুর্ঘটনায় সোহাগ ঘটনাস্থলেই নিহত হয়। এতে করে রাস্তার দুইধারে যানজটের সৃষ্টি হয়। এক পর্যায়ে ক্ষুব্ধ জনতা রাস্তা অবরোধ করলে পুলিশের উর্দ্ধতন কর্মকর্তাদের আশ্বাসে যানবাহন চলাচল স্বাভাবিক হয়।

Exit mobile version