Site icon Jamuna Television

আগামীকাল ডিসচার্জ করা হতে পারে ভুক্তভোগী ঢাবি ছাত্রীকে

চিকিৎসকের অনুমতি পেলে রাজধানীর কুর্মিটোলায় নির্যাতনের শিকার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রীকে আগামীকাল ডিসচার্জ করা হবে বলে জানান ঢাকা মেডিকেলের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম নাসির উদ্দিন

এদিকে, নির্যাতনের শিকার ঢাবি শিক্ষার্থীর শারীরিক অবস্থা আগের চেয়ে ভালো, ক্রমশই হচ্ছে উন্নতি। চিকিৎসাধীন ছাত্রীকে দেখে আসার পর এ তথ্য জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আখতারুজ্জামান।

আজ বুধবার সকালে ঢাকা মেডিকেল হাসপাতালে ভুক্তভোগীকে দেখতে গিয়ে তিনি একথা জানান। বলেন, মানসিকভাবে শক্ত ও সুস্থ হয়ে উঠছে ধীরে ধীরে। এসময় ধর্ষকের গ্রেফতারে স্বস্তি প্রকাশ করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। ঢাবি প্রশাসন সবসময় ভুক্তভোগীর পাশে আছে বলে জানান তিনি।

Exit mobile version