Site icon Jamuna Television

আল্লামা শাহ আহমদ শফী অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি

হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা শাহ আহমদ শফী অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি হয়েছেন। আজ বুধবার সকালে তাকে চট্টগ্রাম মহানগরীর বেসরকারি সিএসসিআর হাসপাতালে ভর্তি করা হয়।

আল্লামা শফীর বড় ছেলে হেফাজত ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় প্রচার সম্পাদক মাওলানা আনাস মাদানী জানান, বার্ধক্যজনিত নানা রোগে বিশেষ করে ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ ও শ্বাসকষ্টে ভুগছেন। পাশাপাশি হজমজনিত সমস্যাও দেখা দিয়েছে। বুধবার সকাল থেকে ডায়রিয়ার সঙ্গে বমি শুরু হলে দুর্বল হয়ে পড়েন তিনি। একপর্যায়ে বেশি অসুস্থ হয়ে পড়লে হাটহাজারি থেকে সিএসসিআর হাসপাতালে নিয়ে ভর্তি করা হয় । বর্তমানে আল্লামা শফীর বয়স ১০৩ বছর ।

Exit mobile version