Site icon Jamuna Television

ঢাবি শিক্ষার্থীকে বারবার হত্যার হুমকি দিয়েছিল ধর্ষক

নির্যাতনের সময় ভুক্তভোগী ঢাবি শিক্ষার্থীকে বারবার হত্যার হুমকি দিয়েছিল অভিযুক্ত ধর্ষক মজনু। র‌্যাবের কাছে প্রাথমিক জিজ্ঞাসাবাদে এমন তথ্যই জানায় সে।

আজ বুধবার দুপুরে রাজধানীর কারওয়ান বাজারে র‌্যাবের মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এমন তথ্য জানায় র‌্যাব।

র‌্যাবের মিডিয়া উইংয়ের পরিচালক সারোয়ার বিন কাশেম জানান, সে কুর্মিটোলা হাসপাতালে চিকিৎসা নেয়ার জন্য গিয়েছিল তারপর সেখান থেকে ফেরার পথে নারী অবয়ব দেখতে পেয়ে তার পাশবিকতা জেগে উঠে এবং সে এই জঘন্য কাজটি ঘটায়।

র‌্যাব জানায়, এসময় সে ঐ ভুক্তভোগীকে বারবার ঘুষি, চড় ও গলাটিপ দিয়ে নানাভাবে আঘাত দিতে থাকে।

র‌্যাবের জিজ্ঞাসাবাদে মজনু জানায়, প্রথমে সে ভুক্তভোগীকে পাজাকোলা করে সে স্থানে নিয়ে যায় এবং ধর্ষণ করে। এসময় সে একাই ছিল বলেও জানায় র‌্যাব।

র‌্যাবের কাছে দেয়া তথ্যমতে মজনু এরআগে প্রতিবন্ধী, ভিক্ষুক ও ছিন্নমূল নারীদের ধর্ষণ করলেও কোন সুস্থ-স্বাভাবিক নারী ধর্ষণের ঘটনা এটিই প্রথম ঘটায় বলে স্বীকার করে।

Exit mobile version