Site icon Jamuna Television

আশুলিয়ায় শিশু ধর্ষণ, ৭ দিন পর গ্রেফতার ধর্ষক

গ্রাম থেকে আশুলিয়ায় বেড়াতে এসে ১১ বছরের মেয়ে শিশু ধর্ষণের ঘটনার ৭ দিন পর ধর্ষককে চিহ্নিত ও গ্রেপ্তার করেছে পুলিশ। এঘটনায় ধর্ষক আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে।

বুধবার দুপুরে আশুলিয়া থানার পুলিশ পরিদর্শক (অপারেশন) জিয়াউল হক বিষয়টি নিশ্চিত করেন।

এরআগে মঙ্গলবার রাতে তাকে আশুলিয়ার গকুলনগর এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।
ধর্ষকের নাম কুতরত আলী। বর্তমানে গকুলনগর এলাকায় বসবাস করে। তার গ্রামের বাড়ি মুন্সীগঞ্জের শ্রীনগর এলাকায়।

পুলিশ জানায়, আমবাগান এলাকায় বাসা ভাড়া খুঁজতে গিয়ে ১১ বছরের একটি শিশুকে একটি পরিত্যক্ত ঘরে ধর্ষণ করে পালিয়ে যায় অভিযুক্ত কুদরত আলী। পরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

প্রসঙ্গত, গত ২ জানুয়ারি সাভারে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সংলগ্ন আমবাগান এলাকায় ১১ বছর বয়সী এক শিশু অজ্ঞাত ব্যক্তির কাছে ধর্ষণের শিকার হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এ ঘটনায় ভুক্তভোগী শিশুর মা বাদী হয়ে আশুলিয়া থানায় মামলা দায়ের করেন।

Exit mobile version