Site icon Jamuna Television

বরগুনায় স্বামীর হাতে স্ত্রী খুন

বরগুনা প্রতিনিধি:

বরগুনার বামনা উপজেলার ডৌয়াতলা ইউনিয়নের দক্ষিণ কাকচিড়া গ্রামে পারিবারিক কলহের জেরে স্বামী কর্তৃক স্ত্রীকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। এ ঘটনায় ঘাতক স্বামী মো. আবু সালেহকে গ্রেফতার করেছে বামনা থানা পুলিশ। ঘাতক স্বামী আবু সালেহ গুদিঘাটা গ্রামের রত্তন হাওলাদারের ছেলে।

নিহত ওই স্ত্রী মোসা. জাকিয়া আক্তার (২২) দক্ষিণ কাকচিড়া গ্রামের হারুন জমাদ্দারের মেয়ে । জাকিয়া বরগুনা আলিয়া মাদ্রাসার শিক্ষার্থী ছিলো। বুধবার বিকাল চারটার দিকে এই ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, দুই বছর পূর্বে পার্শ্ববর্তী উত্তর গুদিঘাটা গ্রামের মো. রত্তন হাওলাদারের ছেলে আবু সালেহর সাথে নিহত জাকিয়া আক্তারের পারিবারিক ভাবে বিয়ে হয়। লেখাপড়ার কারণে স্ত্রী জাকিয়া বাবার বাড়িতে থাকতো। এ নিয়ে স্বামী স্ত্রীর মধ্যে প্রায়ই কলহ দেখা দিতো। ঘটনার দিন স্বামী শ্বশুর বাড়িতে বেড়াতে এলে স্ত্রীর সাথে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে স্বামী হাতের কাছে থাকা ধারালো চাপাতি দিয়ে স্ত্রীকে এলোপাতাড়িভাবে কুপিয়ে পালিয়ে যায়। ঘটনাস্থলেই জাকিয়ার মৃত্যু হয়।

এ বিষয়ে বামনা থানার ওসি এসএম মাসুদুজ্জামান বলেন, আমি হত্যাকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থলে চলে আসি। ঘাতক স্বামীকে সন্ধ্যার দিকে উত্তরকাকচিড়া গ্রাম থেকে গ্রেফতার করা হয়েছে।

Exit mobile version