Site icon Jamuna Television

৮০ জন মার্কিন সেনা নিহতের খবর উড়িয়ে দিলেন ট্রাম্প

ইরাকের মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় একজন সৈন্যও মারা যায়নি বলে জানিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউজের এক বিবৃতিতে এ তথ্য জানান তিনি।

এসময় ট্রাম্প বলেন, ঘাঁটিতে সামান্য ক্ষয়ক্ষতি হয়েছে।

বুধবার ভোর রাতে ইরাকে অবস্থিত মার্কিন ঘাঁটিতে হামলা চালায় ইরান। পরে ইরান দাবি করে হামলায় ৮০ জন মার্কিন সেনা নিহত হয়েছে।

ট্রাম্প এ হামলার প্রতিবাদে পাল্টা হামলার কোনো হুমকি দেন নি। তিনি বলেছেন, ইরান যদি পারমানবিক অস্ত্র অর্জনের চেষ্টা বাদ দেয় এবং সন্ত্রাসের পথ ত্যাগ করে। তাহলে শান্তি স্থাপনেও তিনি প্রস্তুত।

Exit mobile version