Site icon Jamuna Television

হঠাৎ সিরিয়া সফরে পুতিন

মধ্যপ্রাচ্যজুড়ে চলমান সংকটের মধ্যে হঠাৎ করেই রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সিরিয়া সফর করেছেন। মঙ্গলবার এ সফরে তিনি দামেস্কে যান। সেখানে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের সাথে মিটিং করেন।

পরে পুতিন জানান, সিরিয়াকে সবধরনের সহায়তা অব্যাহত রাখবে রাশিয়া।

২০১৫ সাল থেকে সিরিয়ায় আসাদ প্রশাসনের সাথে যৌথ ভাবে জঙ্গি বিরোধী অভিযান চালিয়ে আসছে রুশ সেনাবাহিনী। সিরিয়ায় আকস্মিক সফরে পুতিন বেশ কিছু প্রকল্পও পরিদর্শন করেন বলে জানায় বার্তা সংস্থা রয়টার্স।

Exit mobile version