Site icon Jamuna Television

বাগদাদে মার্কিন দূতাবাস লক্ষ্য করে ফের রকেট হামলা

পাঁচদিনের মধ্যে তৃতীয় ক্ষেপণাস্ত্র হামলার শিকার হলো ইরাকের রাজধানী বাগদাদের সুরক্ষিত ‘গ্রিন জোন’ এলাকা; যেখানে মার্কিন দূতাবাস অবস্থিত।

বুধবার মধ্যরাতে অন্তত তিনটি কাতিউশা রকেট আছড়ে পড়ে কূটনৈতিক এলাকাটিতে। এর মধ্যে অন্তত একটি ক্ষেপণাস্ত্র পড়েছে বাগদাদের মার্কিন দূতাবাস থেকে ১শ’ মিটারের মধ্যে।

আনবার ও ইরবিল প্রদেশে মার্কিন সেনাদের অবস্থান লক্ষ্য করে দুটো ইরাকি সেনা ঘাঁটিতে হামলার ২৪ ঘণ্টা না পেরোতেই নতুন করে হামলা হলো বাগদাদে।

এদিকে বুধবার ভোর রাতে চালানো হামলায় তেহরান ‘সন্ত্রাসী’ আখ্যা দিয়ে ৮০ মার্কিন সেনাকে হত্যার দাবি করলেও তা প্রত্যাখ্যান করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

কোনো মার্কিনীর প্রাণহানি কিংবা তেমন কোনো ক্ষয়ক্ষতি না হওয়ার দাবি করলেও ইরানের বিরুদ্ধে আরও অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপের ঘোষণা দেন তিনি।

Exit mobile version