Site icon Jamuna Television

লিবিয়ায় অস্ত্রবিরতি কার্যকর করতে এরদোগান-পুতিনের আহ্বান

রোববার মধ্যরাত থেকে লিবিয়ায় কার্যকর হতে পারে অস্ত্রবিরতি। বুধবার রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান জানান এ আহ্বান।

ইস্তাম্বুলে শীর্ষ বৈঠকের পর তথ্যটি নিশ্চিত করে দু’দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়।

গত এপ্রিলে ত্রিপোলির নিয়ন্ত্রণ নিতে অভিযান শুরু করে বিদ্রোহী কমান্ডার খলিফা হাফতারের বাহিনী। সংঘাতে দেশটিতে প্রাণ গেছে হাজারো মানুষের।

গত সোমবার কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ সিরতসহ বেশ কয়েকটি অঞ্চলের দখল নেয় বিদ্রোহীরা। ২০১১ সালে গাদ্দাফির পতনের পর থেকেই অস্থিতিশীল লিবিয়া।

জাতিসংঘ সমর্থিত সরকারকে নানাভাবে সহযোগিতা করছে তুরস্ক। উল্টো দিকে আরব আমিরাত-জর্ডান ও মিসরের মদদ পাচ্ছে হাফতার বাহিনী।

Exit mobile version