Site icon Jamuna Television

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে গুলিবিদ্ধ দুই বাংলাদেশির লাশ উদ্ধার

চাঁপাইনবাবগঞ্জে সীমান্ত এলাকায় গুলিবিদ্ধ দুই বাংলাদেশির মরদেহ উদ্ধার হয়েছে। স্থানীয়দের দাবি তারা ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ’র গুলিতে নিহত হয়েছেন।

ভোরে সদর উপজেলার জহুরপুরটেক সীমান্তের জিরো লাইনের কাছে দু’জনের মৃতদেহ পাওয়া যায়। গ্রামবাসী জানায়, কয়েকজন যুবক সীমান্তের জিরো লাইনের কাছাকাছি গেলে তাদের লক্ষ্য করে গুলি চালায় চাঁদনিচক ফাঁড়ির বিএসএফ সদস্যরা। এতে গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই নিহত হন শিবগঞ্জ উপজেলার পাঁকা ইউনিয়নের দশরশিয়া গ্রামের শফিকুলের ছেলে সুমন (২০) ও এনামুল সরকারের টোলার মৃত বুদ্ধুর ছেলে সেলিম (২১)। আহত হন আরও ২ জন।

চাঁপাইনবাবগঞ্জ ৫৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক জানান, ২ জন নিহতের ঘটনা শুনেছেন তারা। এ বিষয়ে খোঁজ-খবর নেয়া হচ্ছে।

Exit mobile version