Site icon Jamuna Television

রফতানি বাজার প্রতিবেশী দেশগুলোতে সম্প্রসারণের আহ্বান প্রধানমন্ত্রীর

দেশের উন্নয়নে পোশাক খাত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। রফতানি বাজার প্রতিবেশী দেশগুলোতে সম্প্রসারণের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জাতীয় বস্ত্রদিবস ও বহুমুখি বস্ত্রমেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এই আহ্বান জানান। এসময় প্রধানমন্ত্রী, পণ্যের বহুমুখীকরণের পাশাপাশি নতুন বাজার খুঁজে বের করা তাগিদ দেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, আওয়ামী লীগ সরকার দেশের উন্নয়নে কাজ করে যাচ্ছে। এছাড়াও দেশের তৈরি পোশাক খাতকে এগিয়ে নিতে ৪ শতাংশ প্রনোদনা দেয়া হচ্ছে বলেও জানান তিনি।

প্রধানমন্ত্রী বলেন, বর্তমান সরকারের সময় জিডিপিতে বস্ত্রখাতের অবদান ১৩ শতাংশ। বস্ত্রখাত ও বস্ত্রখাতে জড়িত শ্রমিকদের উন্নয়নে সরকার সব ধরণের সহযোগিতা করবে বলেও আশ্বাস দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আনুষ্ঠানিক বক্তব্য শেষে জাতীয় বস্ত্র দিবস ও বহুমুখি বস্ত্র মেলার উদ্বোধন ঘোষণা করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

Exit mobile version