Site icon Jamuna Television

সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে মেহেরপুরে মানববন্ধন

মেহেরপুর প্রতিনিধি:

সারাদেশে সাংবাদিকদের উপর হামলা, মামলা ও নির্যাতনের প্রতিবাদে মেহেরপুরে মানববন্ধন করেছেন সাংবাদিকরা। আজ সকাল ১১টার দিকে মেহেরপুর প্রেস ক্লাবের সামনের সড়কে এ কর্মসূচির আয়োজন করা হয়। নেতৃত্ব দেন মেহেরপুর প্রেস ক্লাবের সভাপতি ফজলুল হক। বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক আলামিন হোসেন, সাবেক সাধারণ সম্পাদক রফিকুল আলম, প্রেস ক্লাবের উপদেষ্টা তুহিন আর‌ন্য।

এ সময় সাংবাদিকরা বলেন, সাংবাদিকতা একটি ঝুঁকিপূর্ণ পেশা। দেশের সমস্যা, সম্ভাবনা, দুর্নীতি এসব তুলে ধরা সাংবাদিকদের পেশাগত কাজ। অথচ দায়িত্ব পালনের সময় প্রায়ই সাংবাদিকরা হামলার শিকার হন। এমনকি কোন কারণ ছাড়াই সাংবাদিকদের হাতে হাত কড়াও পরাচ্ছে পুলিশ।

আগামীতে সুষ্ঠু পরিবেশে যাতে সাংবাদিকরা পেশাগত দায়িত্ব পালন করতে পারে সেই নিশ্চয়তা চান প্রেস ক্লাবের নেতৃবৃন্দ।

Exit mobile version