Site icon Jamuna Television

ঘুষের টাকাসহ খাদ্য পরিদর্শক আটক

খুলনা ডুমুরিয়া উপজেলার এলএসডি অফিসের ফুড ইন্সপেক্টর মোঃ ইলিয়াস হোসেনকে ঘুষের নগদ এক লাখ টাকাসহ গ্রেফতার করেছে দুদকের সদস্যরা। সকালে উপজেলার নিজ কার্যালয় থেকে গ্রেফতার করা হয়।

দুদক কর্মকর্তারা জানান, আঠারো মাইল বাজারের এম এ জামান অটো রাইস মিলের সত্ত্বাধিকারী মোঃ কামরুজ্জামান সরকারের তালিকাভূক্ত একজন চাল সরবরাহকারী। ফুড ইন্সপেক্টর মোঃ ইলিয়াস হোসেনের মাধ্যমে ডুমুরিয়া খাদ্য গুদামে চাল সরবরাহ করে কামরুজ্জামান। এসময় চাল সরবরাহের প্রতি কেজি বাবদ তিন টাকা হারে সাত লক্ষ ৫০ হাজার টাকা দাবি করে ইলিয়াস হোসেন। যার এক লক্ষ টাকা অগ্রীম হিসেবে দিতে হবে। বিষয়টি কামরুজ্জামান দুদকে অভিযোগ করলে দুদক কর্মকতারা ডুমুরিয়া খাদ্যগুদামে কামরুজ্জামানের প্রতিনিধি হিসেবে এক লক্ষ টাকা প্রদান করার সময় অন্যান্য কর্মকর্তারা টাকাসহ ইলিয়াস হোসেনকে গ্রেফতার করে। পরে তাকে খুলনা দুদক কার্যালয়ে এনে মামলা রজু করা হয়।

অভিযোগ রয়েছে ইলিয়াস হোসেন দীর্ঘ দিন ধরে মিল মালিক ও ডিলাদের কাছ থেকে ধান-চাল সংগ্রহ ও বিতরণের জন্য অর্থ ঘুষ নিয়ে আসছিলো।

Exit mobile version