Site icon Jamuna Television

বস্তাভর্তি কোটি টাকা উদ্ধার, পার্বতীপুর উপজেলার পিআইও আটক

দিনাজপুরের পার্বতীপুর উপজেলার উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) তাজুল ইসলামকে কে আটক করেছে দুদক। তার অফিস ও তার আবাসিক ব্যারাকে অভিযান চালিয়ে কয়েক বস্তা ভর্তি টাকা উদ্ধারের ঘটনায় পিআইও তাজুল ইসলামকে আটক করা হয়।

দুদকের অভিযানে উদ্ধার করা কয়েক বস্তা টাকা গণনা করে প্রাথমিকভাবে এক কোটি ৭০ লাখ টাকা পাওয়া গেছে।

দুর্নীতি দমন কমিশনের দিনাজপুরের উপ পরিচালক আশিকুর রহমানের নেতৃত্বে নির্বাহী ম্যাজিস্ট্রেট দবিরুল ইসলামের উপস্থিতিতে অভিযান চালানো হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ পার্বতীপুর থানা পুলিশের সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত ছিলেন। বিকেল ৫ টা থেকে শুরু হওয়া অভিযানে বস্তায় থাকা বিপুল পরিমাণ টাকা উদ্ধার করা হয়।

Exit mobile version