Site icon Jamuna Television

বিশ্ব ইজতেমা শুরু

আম বয়ানের মধ্য দিয়ে শুরু হয়েছে বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। আজ শুক্রবার তীব্র শীত উপেক্ষা করেই টঙ্গীর তুরাগ তীরে দেশি-বিদেশি লাখো মুসল্লির ঢল।

হজ্বের পর বিশ্ব মুসলমানের অন্যতম বড় জমায়েতে গত কয়েক দিন ধরেই আসছেন মুসল্লিরা। তীব্র শীত, যানজট উপক্ষা করে শত কিলোমিটার পেরিয়ে মিলিত হচ্ছেন জমায়েতে।

মধ্যরাতেই বিশ্ব ইজতেমা ময়দান দেশি-বিদেশি লাখো মুসল্লিতে কানায় কানায় পূর্ণ হয়ে যায়। যে-যেভাবে পেরেছেন জায়গা করে নিয়েছেন তুরাগ তীরের ইজতেমা মাঠে। রোববার আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। এবারের আখেরি মোনাজাতে মুসল্লিদের সংখ্যা অন্য বছরের তুলনায় কয়েকগুণ বেশি হবে বলে ধরণা সংশ্লিষ্টদের।

Exit mobile version