Site icon Jamuna Television

ব্রেক্সিট চুক্তির অনুমোদন দিয়েছে হাউজ অব কমন্স

অবশেষে ৩১ জানুয়ারি ব্রেক্সিট বাস্তবায়নের চূড়ান্ত ধাপে যুক্তরাজ্য। বৃহস্পতিবার ইউরোপীয় ইউনিয়নের সাথে বিচ্ছেদ চুক্তি অনুমোদিত হয়েছে ব্রিটিশ পার্লামেন্টে।

হাউজ অব কমন্সে ৩৩০-২৩১ ভোটে পাস হয় বিলটি। নিম্নকক্ষে অনুমোদনের পর এবার উচ্চকক্ষে তোলা হবে বিলটি। হাউজ অব লর্ডসে পাস হলে আইনে পরিণত হবে বিচ্ছেদ বিল। তবে সেখানে কমন্সের আইনপ্রণেতাদের রায় বদলানোর সুযোগ না থাকায় নিশ্চিতভাবেই পাস হবে বিলটি।

এর ফলে প্রধানমন্ত্রী বরিস জনসনের ব্রেক্সিট কার্যকরের অঙ্গীকার পূরণে আর কোনো বাঁধা রইলোনা। গত ২০ ডিসেম্বর ব্রিটিশ পার্লামেন্টে উত্থাপিত হয় ইইউর সাথে বিচ্ছেদ সংক্রান্ত বিল। কয়েক সপ্তাহ বিতর্কের পর অবশেষে অনুমোদন পেলো বিলটি।

Exit mobile version