Site icon Jamuna Television

ইরানে ইউক্রেনের বিমান দুর্ঘটনার বিস্তারিত তদন্ত চায় কানাডা-ব্রিটেন

ইরানি ভূখণ্ডে ইউক্রেনের বিমান ভূপাতিত হওয়ার পূর্ণাঙ্গ এবং বিস্তারিত তদন্ত চায় কানাডা ও ব্রিটেন। বৃহস্পতিবার কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো, একাধিক সূত্র থেকে গোয়েন্দা তথ্য পাওয়ার দাবি করেন।

তিনি জানান, ইরানি ক্ষেপণাস্ত্র বিমানটিতে আঘাত করেছে -এমন ইঙ্গিত মিলছে। ভূমি থেকে আকাশে ক্ষেপণযোগ্য মিসাইল সম্ভবত অনিচ্ছাকৃতভাবে বিমানটিতে আঘাত করেছে।

ট্রুডো বলেন, ভুক্তভোগী কানাডিয়ান পরিবারগুলো ইরানকে জবাবদিহি করতেই পারে। অবশ্য ট্রুডোর বক্তব্য, কাউকে দোষারোপের জন্য তাড়াহুড়ো করা ঠিক নয়।

ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনও বলেন, কানাডা ও অন্যান্যদের সাথে বিমান দুর্ঘটনার নিবিড় ও স্বচ্ছ তদন্ত চায় যুক্তরাজ্য। বুধবার, ইমাম আল খোমেনি বিমানবন্দর থেকে উড্ডয়নের কিছুক্ষণের মধ্যেই ১৭৬ আরোহী নিয়ে বিধ্বস্ত হয় ইউক্রেনের বিমানটি। প্রাণ হারান সবাই।

Exit mobile version