Site icon Jamuna Television

ইরান অভিযানে ট্রাম্পের লাগাম টানলো প্রতিনিধি পরিষদ

ইরানে অভিযান পরিচালনায় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ক্ষমতায় লাগাম টানলো যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদ।

বৃহস্পতিবার, ডেমোক্র্যাট অধ্যুষিত কংগ্রেসের নিম্নকক্ষে ২২৪-১৯৪ ভোটে পাস হয় রেজ্যুলেশনটি। তবে, রিপাবলিকান নিয়ন্ত্রিত সিনেটে সেটা আটকে যাওয়ার শঙ্কা রয়েছে।

বিরোধী দলীয় প্রস্তাবে বলা হয়, ইরানের সাথে কোন সংঘাতে জড়াতে হলে কংগ্রেসের অনুমোদন লাগবে। অবশ্য, মার্কিনবিরোধী কোন অনিবার্য হামলা ঠেকাতে তার প্রয়োজন হবে না।

সংবিধান অনুসারে, সামরিক পদক্ষেপ পরিচালনার কর্তৃত্ব কংগ্রেস এবং প্রেসিডেন্টের মধ্যে ভাগাভাগি করা। যুদ্ধ ঘোষণার ক্ষমতা রয়েছে পার্লামেন্টের; অন্যদিকে- দেশরক্ষায় সর্বাধিনায়ক হিসেবে সামরিক বাহিনীকে ব্যবহারের এখতিয়ার রয়েছে প্রেসিডেন্টের।

৩ জানুয়ারি, বাগদাদ বিমানবন্দরে মার্কিন বিমান হামলায় ইরানি কমান্ডার কাসেম সোলাইমানি নিহতের পরই, দু’দেশে ছড়িয়েছে উত্তেজনা। পরস্পরের ঘাঁটিতে হামলা চালালেও; এখনো ইরান বা যুক্তরাষ্ট্র কোনপক্ষই যুদ্ধের ঘোষণা দেয়নি।

Exit mobile version