Site icon Jamuna Television

বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী উদযাপনে জাবিতে হাফ ম্যারাথন

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উদযাপনের অংশ হিসেবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে হাফ ম্যারাথনের (২১.১ কি.মি.) আয়োজন করা হয়। ‘তারুণ্যের রক্ত শপথে বিজয়ীর বেশে, বঙ্গবন্ধু ফিরলেন স্বদেশে’ স্লোগান সামনে রেখে শুক্রবার বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবসে এই হাফ ম্যারাথন অনুষ্ঠিত হয়।

সকাল ৭টায় উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলাম বেলুন উড়িয়ে আনুষ্ঠানিকভাবে হাফ ম্যারাথন প্রতিযোগিতা উদ্বোধন করেন। এরপর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণ থেকে শুরু হওয়া এই হাফ ম্যারাথনে ২৫২ জন প্রতিযোগী অংশ নেয়। অংশগ্রহণকারী সবাই বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, সাবেক-বর্তমান কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থী।

হাফ ম্যারাথন প্রতিযোগিতায় ১ ঘণ্টা ২৫ মিনিট সময় নিয়ে প্রথম হন এম মাহফুজুল হক, ১ ঘণ্টা ৩৩ মিনিট সময় নিয়ে যৌথভাবে দ্বিতীয় হন রাকিবুল ইসলাম ও মোঃ রাসেল মাহমুদ এবং ১ ঘণ্টা ৪৩ মিনিট সময় নিয়ে তৃতীয় হন দীপঙ্কর ভৌমিক।

Exit mobile version