Site icon Jamuna Television

বিশ্বের মধ্যে ঢাকাকে উন্নত রাজধানী গড়ে তুলবো: তাপস

নির্বাচিত হলে প্রথম ৯০ দিনে নগরবাসীর মৌলিক সুবিধা নিশ্চিত করাই হবে প্রধান চ্যালেঞ্জ। এ কথা জানিয়েছেন ঢাকা দক্ষিণের আওয়ামী লীগ সমর্থিত মেয়র প্রার্থী শেখ ফজলে নূর তাপস।

সকালে প্রতীক বরাদ্ধের পরে দক্ষিণের ডেমরা এলাকার ৬৯ ও ৭০ ওয়ার্ডে আনুষ্ঠানিক প্রচারণা চালান তিনি। এসময় উন্নত ও ঐতিহ্যের ঢাকা বিনির্মাণের প্রতিশ্রুতি দেন ভোটারদের। ঢাকা সিটি করপোরেশনের মাধ্যমে নগরবাসীর সেবা করতে চান জানিয়ে ফজলে নুর তাপস বলেন, বিশ্বের মধ্যে ঢাকাকে উন্নত রাজধানী হিসেবে গড়ে তুলতে সচেষ্ট থাকবে তার দল।

Exit mobile version